Tense কাকে বলে?

Tense কাকে বলে: ল্যটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি। Tempus শব্দের অর্থ সময়। সুতরাং, Tense  শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজী লেখা এবং বলার প্রধান শর্ত হচ্ছে Tense. তাই Tense  কে ইংরেজী ভাষার প্রাণ বা “Soul of English Language” বলে। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময় কে Tense বা কাল বলে। Tense  দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত এবং ভবিষ্যত হতে পারে।

Tense  কত প্রকার ও কি কি?

Tense প্রধানত তিন প্রকার। যথা,

  • Present Tense বা বর্তমান কাল।
  • Past Tense বা অতীত কাল।
  • Future Tenseবা ভবিষ্যৎ কাল।
Tense কাকে বলে
Tense কাকে বলে

Present Tense বা বর্তমান কাল

যে Verb এর কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বুঝায় তাকে Present Tense বা বর্তমান কাল বলে।

Example:

I eat rice.

    আমি ভাত খাই।

He reads the Newspaper.

   সে সংবাদপত্র পড়ে।

Past Tense বা অতীত কাল

যে Verb এর কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বুঝায় তাকে Past Tense বলে।

Example:

I went to school.

   আমি স্কুলে গিয়েছিলাম।

He wrote a letter yesterday.

   সে গতকাল একটি চিঠি লিখেছিল।

Future Tense বা ভবিষ্যৎ কাল

কোনো Verb এর কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বুঝালে তাকে future tense বলে।

Example:

I shall buy a Mobile.

   আমি একটি মোবাইল কিনব।

Rahim will go to Dhaka.

   রহিম ঢাকা যাবে।

She will sing a song.

    সে একটি গান গাইবে।

আরো পড়ুনঃ Sentence কাকে বলে?

Leave a Comment

Discover Exclusive Offers