Sentence কাকে বলে?

Sentence কাকে বলে: দুই বা ততোধিক শব্দ বা শব্দসমষ্টি পাশাপাশি বসে যদি সম্পুর্ণভাবে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন ঐ শব্দ বা শব্দসমষ্টিকে Sentence বা বাক্য বলা হয়।

Sentence বা বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি যেগুলো একসাথে বা পাশাপাশি বসে কোনকিছু বুঝানোর জন্য সুস্পষ্ট অর্থ প্রকাশ করে।

যেমন: We Speak English Everyday. এখানে  We  ‍হলো Subject, Speak হলো verb, English হলো Object, Everyday হলো ‍Adverb.

Sentence এর প্রধানত দুইটি অংশ কয়টি?

Sentence এর প্রধানত অংশ দুইটি। যথা,

  • Subject (উদ্দেশ্য)
  • Predicate (বিধেয়)

অর্থানুসারে Sentence কয় প্রকার?

অর্থানুসারে Sentence পাঁচ প্রকার। যথা,

  1. Assertive Sentence
  2. Interrogative Sentence
  3. Imperative Sentence
  4. Optative Sentence
  5. Exclamatory Sentence
Sentence কাকে বলে
Sentence কাকে বলে

1.  Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):

যে Sentence বা বাক্য দিয়ে কোন কিছু বর্ণনা, বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়, তাকে Assertive Sentence বলা হয়।

যেমন:

  • I like ice cream.
  • We have a private car.
  • Kabir goes to school.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):

যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলা হয়।

যেমন: 

  • Is it cold outside?
  • What is your name?
  • Do you speak English?
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য):

যে Sentence বা বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায়, তাকে Imperative Sentence বলা হয়।

*** Imperative Sentence এ  Subject হিসেবে Second person (You) উহ্য থাকে।

যেমন: 

  • Drive slowly.
  • Wait for me.
  • Please be quiet.

4. Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য):

যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলা হয়। 

*** Optative Sentence সাধারণত May / Long Live দিয়ে শুরু হয়।

যেমন: 

  • May Allah bless you.
  • May you prosper in life.
  • Long live our president.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য):

যে Sentence বা বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব (আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, আবেগ, বিষাদ) ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে Exclamatory sentence বলা হয়।

*** Exclamatory sentence সাধারণত What/ How/ Hurrah/ Alas ইত্যাদি দিয়ে শুরু হয় এবং Sentence এর শেষে Note of Exclamation (!) চিহ্ন বসে।

যেমন: 

  • How he lies!
  • What a cute puppy!
  • What a happy ending!

গঠন অনুসারে Sentence কয় প্রকার?

গঠন অনুসারে Sentence তিন (৩) প্রকার। যথা,

  1. Simple Sentence (সরল বাক্য)
  2. Complex Sentence (জটিল বাক্য) 
  3. Compound Sentence (মিশ্র বা যৌগিক বাক্য)

১. Simple Sentence (সরল বাক্য):

যে Sentence এ একটিমাত্র Subject এবং একটি Finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে Simple Sentence বলা হয়।

যেমন: 

  • I bought a pen.
  • He ate a mango.
  • We are playing.

উপরের তিনটি উদাহরনের মধ্যে ( I, He, We) হলো ‍Subject এবং (bought, ate, playing) হলো Finite verb.

২. Complex Sentence (জটিল বাক্য):

যে Sentence একটি Principle Clausse এবং এক বা একাধিক Subordinate Clause দিয়ে গঠিত হয়, তখন তাকে  Complex Sentence বলে।

যেমন: 

  • I know who came here.
  • I know that he is honest.
  • He is a man whom everybody respects.

উপরের তিনটি উদাহরনের মধ্যে ( I know, I know, He is a man) হলো Principal Clause এবং (who came here, that he is honest, whom everybody respects হলো Subordinate Clause.

৩. Compound Sentence (মিশ্র বা যৌগিক বাক্য):

যে Sentence এ একাধিক Principle Clause, Coordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Compound Sentence বলা হয়।

*** Coordinating Conjunction গুলি হলো: (And, But, Or, Yet, Therefore, So, Otherwise, Not only ….. but also)

যেমন: 

  • She is poor but happy.
  • I am weak but you are strong.
  • The boys sang and the girls danced.

আরো পড়ুন> Parts of speech কাকে বলে?

Leave a Comment

Discover Exclusive Offers