verb কাকে বলে?

verb কাকে বলে: যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বা কোনো অবস্থা বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

সহজ ভাষায়, Subject যে কাজ করে তাই হলো ইংরেজীতে Verb (ক্রিয়া পদ)। যেমন: I eat rice.( এখানে eat দ্বারা কোনো কাজ করা বুঝাচ্ছে তাই eat হলো Verb).

এভাবে, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give ইত্যাদি এগুলো হলো ইংরেজীর Verb.

Verb ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বলা হয়। কারণ Verb ছাড়া ইংরেজিতে কোন বাক্য লিখা  যায় না।

Verb কত প্রকার ও কি কি?

বাক্যে Verb-এর function বা কাজের উপর ভিত্তি করে Verb-কে প্রধানত: তিন ভাগে ভাগ করা হয়। তারা হলো:

  1. Finite verb
  2. Non-finite বা Infinitive verb
  3. Auxiliary verb
verb কাকে বলে
verb কাকে বলে

1. Finite verb:

বাক্যের বা বাকাংশের যে verb-এর নিজস্ব কর্তা থাকে, যে verb-কে প্রয়োজনীয় পরিবর্তন করে বিভিন্ন  Tense-এ  পরিবর্তন করা যায় এবং বাক্যের কর্তা পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনে verb তার নিজের রুপ পরিবর্তন করে তাকেই Finite Verb বলে

তাহলে বুঝা গেলো যে, কোন verb-এর Finite verb হতে হলে তার তিনটি গুন বা বৈশিষ্ট্য থাকতে হবে। সেগুলি  হচ্ছে:

  • Verb-টির নিজস্ব কর্তা থাকবে
  • প্রয়োজনে বাক্যটির verb-এর রুপ পরিবর্তন  করে বাক্যটিকে বিভিন্ন Tense-এ পরিবর্তন করা যাবে
  • বাক্যের কর্তা পরিবর্তনের কারনে প্রয়োজন হলে verb-টি তার রুপ পরিবর্তন করবে।

কোন verb-এর মধ্যে উপরের বৈশিষ্ট্যগুলি না থাকলে সেটি কখনই Finite verb হবে না।

Example:

  • I go there to buy a book. [বাক্যটিতে  go-এর কর্তা আছে। বাক্যটিতে ’go’ verb-এর কর্তা ’I’]।
  • went there to buy a book. [বাক্যটিতে went-এর কর্তা আছে ও verb-টিকে Past tense-এ পরিবর্তন করা গেল। এভাবে verb-টির রুপ পরিবর্তন করে বিভিন্ন Tense-এর বাক্য তৈরী করা যাবে ]।
  • He goes there to buy a book. [বাক্যটিতে goes-এর কর্তা আছে। verb-টির সাথে ‘es’  যুক্ত হলো, কারন কর্তা পরিবর্তন হয়ে Third Person singular number হয়েছে,  অর্থাৎ কর্তা পরিবর্তনের কারনে ’go’ verb-টি তার রুপ পরিবর্তন করেছে ]।

আবার লক্ষ্য করো: 

  • I want to go there to buy a book. [বাক্যটিতে ‘want’ verb-এর কর্তা আছে, কিন্তু  ‘go’ verb-এর কর্তা নাই। তাই এ বাক্যটিতে ‘want’ verb-টি Finite verb]
  • I wanted to go there to buy a book. [বাক্যটিতে ‘wanted’ verb-এর কর্তা আছে, কিন্তু  ‘go’ verb-এর কর্তা নাই। তাই এ বাক্যটিতে ‘wanted’ verb-টি Finite verb]
  • He wants to go there to buy a book. [বাক্যটিতে ‘wants’ verb-এর কর্তা আছে, কিন্তু  ‘go’ verb-এর কর্তা নাই। তাই এ বাক্যটিতে ‘wants’ verb-টি Finite verb]

তাহলে বুঝা  গেলো যে, বাক্যে কোন verb-এর ব্যবহার দেখে সেটি Finite verb কিনা, তা বুঝতে হয়। অর্থাৎ কোন একটি বিশেষ verb-কে Finite verb বা Non-finite বা অন্য কোন ধরনের verb হিসাবে ব্যবহার করা যায়। এখানে যেমন  ‘go’ verb-টিকে Finite verb এবং Non-finite verb হিসাবে ব্যবহার করে দেখানো হলো।

Finite verb-এর প্রধান কাজ কি?

কোন বাক্য বা বাকাংশে কোন Finite verb-এর প্রধান বা একমাত্র কাজ হচ্ছে বিভিন্ন Tense গঠন করা। Finite verb ছাড়া অন্য কোন ধরনের verb-এর Tense গঠনের ক্ষমতা নাই বা বাক্যটিকে বিভিন্ন Tense-এ পরিবর্তনের ক্ষমতা নাই । এ বিষয়টি বুঝলেই কোন বাক্যে কোন verb-টি Finite verb, তা সহজেই বুঝা যাবে।

Example:

  • I want to go there to buy a book. [এ বাক্যটিতে দুটি verb আছে। একটি  ‘want’ ও অপরটি ‘go’. এখানে ’want’ verb-টির Tense গঠনের ক্ষমতা আছে এবং সে কারণেই এটি  Finite verb. আর ‘go’ verb-টির Tense গঠনের ক্ষমতা নাই জন্য এটি Finite verb নয়]।
  • I go there to want his help. [এ বাক্যটিতেও দুটি verb আছে। একটি  ‘go’ ও অপরটি ‘want’. এখানে ’go’ verb-টির Tense গঠনের ক্ষমতা আছে এবং সে কারণেই এটি  Finite verb. আর ‘want’ verb-টির Tense গঠনের ক্ষমতা নাই জন্য এটি Finite verb নয়]।

Finite verb বাক্যে কিভাবে কাজ করে?

কোন একটি Finite verb কোন বাক্যে বা বাকাংশে তিনভাবে কাজ করতে পারে। তারা হলো:

  • Dynamic বা action verb হিসাবে
  • Stative verb হিসাবে
  • Linking verb হিসাবে

-Dynamic or Action verb:

যে verb গুলি কোন চলমান বা সক্রিয় (active) কোন শারীরিক (physical) কাজের বর্ণনা করে এবং যে verb গুলিকে প্রয়োজনে Continuous tense-এ ব্যবহার করা যায়, তাকেই Dynamic বা Action verb বলে।Example:

  • I am taking a class on English grammar.
  • He is reading a story.
Dynamic verb বা Action verb দুই প্রকার:
  • Transitive verb
  • Intransitive verb
-Transitive verb:

বাক্যের যে verb-এর পূর্ন অর্থ প্রকাশ করার জন্য verb-টির পর Object  (কর্ম) হিসাবে Noun / Pronoun-এর প্রয়োজন হয়, তাকে Transitive verb বলে।

Example:

  • He reads a book. [এ বাক্যটিতে ‘reads’ verb-টির পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য object হিসাবে ’a book’ ব্যবহৃত হয়েছে]।
  • I saw a bird. [এ বাক্যটিতে ‘saw’ verb-টির পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য object হিসাবে ’a bird’ ব্যবহৃত হয়েছে]।
-Intransitive verb:

বাক্যের যে verb-এর পূর্ন অর্থ প্রকাশ করার জন্য verb-টির পর object হিসাবে Noun / Pronoun থাকে না অথবা Noun / Pronoun ব্যবহারের প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজনে adverb অথবা prepositional phrase ব্যবহৃত হয়, তাকেই Intransitive verb বলে।

Example:

  • I go there. [বাক্যে ’go’ verbএর পর Noun / Pronoun নাই, কিন্তু adverb হিসাবে ‘there’ ব্যবহৃত হয়েছে, তাই এটি Intransitive verb. ]।
  • He comes here. [বাক্যে ’come’ verbএর পর Noun / Pronoun নাই, কিন্তু adverb হিসাবে ‘here’ ব্যবহৃত হয়েছে, তাই এটি Intransitive verb.]।
  • Regularly I swim in the river. [বাক্যে ’swimverbএর পর Noun / Pronoun নাই, কিন্তু Prepositional Phrase হিসাবে ‘in the river’ ব্যবহৃত হয়েছে, তাই এটি Intransitive verb.]।

কোন একটি verb বাক্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, তা দেখে চিনতে হয় যে verb-টি Transitive verb না Intransitive verb. অর্থাৎ কোন একটি Transitive verb বা Intransitive verb উভয় ভাবেই ব্যবহৃত হতে পারে।

Example:

  • Rahim reads silently. [এ বাক্যটিতে ‘reads’ শব্দটি একটি intransitive verb কারন verb-টির পর object হিসাবে কোন noun / pronoun ব্যবহৃত হয় নাই]।
  • Rahim reads a book. [[এ বাক্যটিতে ‘reads’ শব্দটি একটি transitive verb কারন verb-টির পর object হিসাবে কোন noun / pronoun (‘a book’) ব্যবহৃত হয়েছে]।

– Stative verb:

যে verb গুলি কোন চলমান বা সক্রিয় (active) কাজের বর্ণনা না করে উক্ত কাজের কি অবস্থা, তাহা বর্ননা করে, সেগুলিকেই Stative verb বলে। Stative verb গুলি সাধারণত: Continuous tense-এ ব্যবহৃত হয় না। এই verb গুলিকে প্রধানত: চারটি গোত্রে ভাগ করা হয়। তারা হচ্ছে:

  • Verbs of emotion: love, hate, want, need
  • Verbs of possession: have, own, want, belong
  • Verbs of sense: see, hear, smell, seem
  • Verbs of thought: know, believe, remember

যে  সকল verb শব্দ stative verb হিসাবে কাজ করে, তারা হলো:

appear (মনে হওয়া অর্থে), abhor, concern, doubt, hear, prefer, hate,  like, dislike, desire, want, wish, believe, love, mind, realize, understand, remember, see, smell, taste, seem, know, cost, doubt, envy, fear, forget, forgive, have (থাকা অর্থে), imagine, mean, need, owe ইত্যাদি।

  • Incorrect: Rahim is hating me.
  • Correct: Rahim hates me.
  • Incorrect: I am seeing a bird.
  • Correct: I see a bird.

ব্যতিক্রম:

তবে কতগুলি Stative verb যেমন: see, hear, have, feel, taste, smell ইত্যাদি উপলদ্ধি বা অনুভব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই verb গুলি ভিন্ন অর্থে  continuous form-এ ব্যবহৃত পারে। যেমন:

  • I’m seeing him later today. [এখানে ‘see’-এর অর্থ ’meet’. আমি তার সাথে দেখা করার প্ল্যান করেছি]।
  • He’s having lunch. [এখানে ’have’-এর অর্থ ’eat’. He is eating lunch].
  • Rahim is feeling much better now.[এখানে ’feel’ অর্থ ’ভালো লাগা’]।

-Linking verb:

বাক্যের verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা এবং verb-এর পরে ব্যবহৃত noun বা adjective-এর মধ্যে সম্পর্ক (Link) সৃষ্টি করার বৈশিষ্ট্য যে verb গুলির মধ্যে রয়েছে, তাদেরকেই Linking Verb বলে। Linking verb-এর প্রধান কাজ হচ্ছে বাক্যের subject-কে বর্ণনা করা। অন্য কোন verb-এর এই বৈশিষ্ট্য নাই।

Example:

  • He is a student.[এই বাক্যে যে ব্যক্তি ‘He’  সেই ব্যক্তিই ‘student’. He এবং student-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি করলো সেটি হচ্ছে ‘is’]. কিন্তু বাক্যটি যদি এমন হতো:
  • He is going there. তাহলে দেখা  যাচ্ছে ’is‘-এর পর noun / adjective নাই এবং Hegoing -এর মধ্যে কোন সম্পর্কও সৃষ্টি করতে পারে নাই। তাই এ বাক্যে  ‘is’ linking verb নয়।

Be verb যখন বাক্যে মূল verb হিসাবে ব্যবহৃত হয়, তখন তা linking verb হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও appear, become, fall, feel, get, go, grow, keep, look, prove, read, remain, run, seem, sell, smell, sound, stay, taste, turn ইত্যাদি verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে তাদের পর noun / adjective ব্যবহার করলেই তারা linking verb হিসাবে ব্যবহৃত হবে।

Example:

  • He becomes ill.
  • They felt nervous.
  • The milk went bad.

2. – Non-finite verb

বাক্যের যে verb-এর নিজস্ব কর্তা থাকে না, যে verb-কে পরিবর্তণ করে বাক্যকে বিভিন্ন Tense-এ পরিবর্তণ করা যায় না এবং যে বাক্যের কর্তা পরিবর্তন করলে নিজ রুপ পরিবর্তণ করে না, তাকেই Not-finite verb বলে।

Example:

  • I go there to buy a book. [বাক্যটিতে  to  buy-এর কর্তা নাই]।
  • Going there, I found him. [বাক্যটিতে Going-এর কর্তা নাই ও Going-এর রুপকে পরিবর্তণ করে বাক্যকে বিভিন্ন tense-এ পরিবর্তণ করা সম্ভব নয়]।
  • Walking in the morning is good for health. [বাক্যটিতেWalking-এর কর্তা নাই ও Walking -এর রুপকে পরিবর্তণ করে বাক্যকে বিভিন্ন tense-এ পরিবর্তণ করা সম্ভব নয়]।

 Non-finite verb তিন প্রকার। তারা হলো:

  • Infinitive
  • Participle
  • Gerund

– Infinitive: 

বাক্যের যে verb-এর পূর্বে to থাকে, এবং যে verb-কে বাংলা করলে -তে আসে, যেমন: যেতে, খেতে, আসতে, বসতে, হাসতে, পড়তে, শুনতে, তাদের Infinitive বলে।

Example:

  • I want there to buy a book.
  • They want to go there.

– Participle:

বাক্যের যে -ing যুক্ত verb  বাংলাতে হইয়া, যাইয়া, খাইয়া ইত্যাদি অর্থ প্রকাশ করে একটি কাজ সম্পন্ন করা বুঝায় অথবা কোন  noun-এর পূর্বে  বসে adjective-এর ন্যায় কাজ করে, তাকেই Participle বলে।

Example:

  • Reading a book, I will go there. [বইটি পড়িয়া বা পড়ার পর বা পড়া শেষ করে আমি সেখানে যাবো]।
  • I found a crying baby. [আমি একটি ক্রন্দনরত শিশু দেখলাম। এখানে crying শব্দটি adjective-এর ন্যায় কাজ করছে]।

– Gerund:

যে -ing যুক্ত verb বাক্যের Subject (কর্তা), মূল  verb-এর Object (কর্ম) অথবা কোন Preposition-এর  Object (কর্ম) বা কোন Possessive Adjective-এর পর ব্যবহৃত হয়, তাকে Gerund বলে।

Example:

  • Reading a book is a good habit.[এই বাক্যে Reading কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে]।
  • I like reading. [এই বাক্যে Reading মূল verb-এর Object  হিসাবে ব্যবহৃত হয়েছে]।
  • I didn’t think of going there.[going এই বাক্যে Preposition-এর  Object হিসাবে ব্যবহৃত হয়েছে]।
  • I don’t like your staying here. [staying এই বাক্যে Possessive adjective ‘your’ পর ব্যবহৃত হয়েছে]।

3. – Auxiliary verb:

যে verb গুলি Tense গঠনে মূল verb-কে সাহায্য করে,  ও কখনো কখনো বক্তার মনোভাব ব্যক্ত করতে verb মূল verb-কে সাহায্য করে, তাকে Auxiliary verb বলে। Auxiliary verb দুই প্রকার। তারা হলো:

  • Primary auxiliary
  • Modal auxiliary

– Primary auxiliary:

যে verb গুলি Tense গঠনে  verb মূল verb-কে সাহায্য করে, না-বোধক ও প্রশ্নবোধক বাক্য গঠনে সহায়তা করে, তাকে Primary auxiliary verb বলে। Primary auxiliary মোট তিনটি। তারা হলো: Do, be এবং have.

  • I have done it.
  • He does not go there.
  • I do not know him.

যে verb গুলি বক্তার মনোভাব ব্যক্ত করতে verb মূল verb-কে সাহায্য করে, তাকে Modal auxiliary verb বলে। যে সকল শব্দগুলো Modal auxiliary verb হিসাবে ব্যবহৃতহ হয়, তারা হলো:  Shall, should, can, could, may, might, ought, ought to, will, would, must, etc. বক্তার  যে সকল মনোভাব ব্যক্ত করার জন্য  Modal auxiliary verb  ব্যবহৃত হয়, তা প্রধানত:

  1. Permission (অনুমতি)
  2. Ability (ক্ষমতা)
  3. Obligation (বাধ্যবাধকতা)
  4. Prohibition (নিষেধ)
  5. Lack of necessity (প্রয়োজনীয়তার অভাব)
  6. Advice (উপদেশ)
  7. Possibility (সম্ভাবনা)
  8. Probability (সম্ভাবনা)

Example:

  • Rahim can swim. (Ability)
  • May I come in. (Permission)
  • I would like a cup of tea. (Possibility)

এছাড়াও verb-এর গঠন প্রনালীর (Structure) উপর ভিত্তি  করে verb-কে আরও পাঁচ ভাগে ভাগ করা হয়।

Verb-এর আক্ষরিক ও শাব্দিক গঠন প্রনালীর উপর ভিত্তি  করে verb-কে পাঁচ ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো: 

  1. Regular verb
  2. Irregular verb
  3. Simple verb
  4. Complex verb
  5. Phrasal verb

1. – Regular verb:

সাধারনত: যে সকল verb-কে   pastpast participle করতে গেলে verb-এর শেষে ‘ed’ বা  ‘t’ যুক্ত করে pastpast participle করতে হয়, তাদেরকে Regular verb বলে।

Example:

  • Walk—-walked—-walked
  • Talk—-talked——talked
  • Dream—-dreamt——dreamt

2. – Irregular verb:

সাধারনত: যে সকল verb-কে   pastpast participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তণ এনে pastpast participle করতে হয়, তাদেরকে Irregular verbবলে।

Example:

  • Swim—-swam—–swum
  • Write—–wrote—–written
  • Speak—–spoke——spoken

3. – Simple verb:

কোন বাক্য বা বাক্যাংশের  মূল verb যখন এক শব্দে গঠিত হয়, তখন তাকে Simple verb বলে।

Example:

  • The boy plays.
  • They went shopping.

4. – Complex verb:

বাক্যের কোন verb যখন সাহায্যকারী verb ও মূল verb মিলে গঠিত হয়, তখন তাকে Complex verb বলে।

Example:

  • He was singing a song.
  • I have finished my work.
  • The work has been being done.

5. – Phrasal verb: 

যখন কোন verb  তার সাথে preposition বা  adverbial particle গ্রহণ করে verb-টি নতুন একটি অর্থ  প্রকাশ করে, তখন তাকে Phrasal verb বলে।

Example:

  • He stayed up reading a novel.
  • He takes after his father.
  • Don’t look down upon the poor.

আরো পড়ুনঃ Sentence কাকে বলে?

Leave a Comment