Sentence কাকে বলে: দুই বা ততোধিক শব্দ বা শব্দসমষ্টি পাশাপাশি বসে যদি সম্পুর্ণভাবে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন ঐ শব্দ বা শব্দসমষ্টিকে Sentence বা বাক্য বলা হয়।
Sentence বা বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি যেগুলো একসাথে বা পাশাপাশি বসে কোনকিছু বুঝানোর জন্য সুস্পষ্ট অর্থ প্রকাশ করে।
যেমন: We Speak English Everyday. এখানে We হলো Subject, Speak হলো verb, English হলো Object, Everyday হলো Adverb.
Sentence এর প্রধানত দুইটি অংশ কয়টি?
Sentence এর প্রধানত অংশ দুইটি। যথা,
- Subject (উদ্দেশ্য)
- Predicate (বিধেয়)
অর্থানুসারে Sentence কয় প্রকার?
অর্থানুসারে Sentence পাঁচ প্রকার। যথা,
- Assertive Sentence
- Interrogative Sentence
- Imperative Sentence
- Optative Sentence
- Exclamatory Sentence
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):
যে Sentence বা বাক্য দিয়ে কোন কিছু বর্ণনা, বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়, তাকে Assertive Sentence বলা হয়।
যেমন:
- I like ice cream.
- We have a private car.
- Kabir goes to school.
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):
যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলা হয়।
যেমন:
- Is it cold outside?
- What is your name?
- Do you speak English?
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য):
যে Sentence বা বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায়, তাকে Imperative Sentence বলা হয়।
*** Imperative Sentence এ Subject হিসেবে Second person (You) উহ্য থাকে।
যেমন:
- Drive slowly.
- Wait for me.
- Please be quiet.
4. Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য):
যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলা হয়।
*** Optative Sentence সাধারণত May / Long Live দিয়ে শুরু হয়।
যেমন:
- May Allah bless you.
- May you prosper in life.
- Long live our president.
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য):
যে Sentence বা বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব (আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, আবেগ, বিষাদ) ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে Exclamatory sentence বলা হয়।
*** Exclamatory sentence সাধারণত What/ How/ Hurrah/ Alas ইত্যাদি দিয়ে শুরু হয় এবং Sentence এর শেষে Note of Exclamation (!) চিহ্ন বসে।
যেমন:
- How he lies!
- What a cute puppy!
- What a happy ending!
গঠন অনুসারে Sentence কয় প্রকার?
গঠন অনুসারে Sentence তিন (৩) প্রকার। যথা,
- Simple Sentence (সরল বাক্য)
- Complex Sentence (জটিল বাক্য)
- Compound Sentence (মিশ্র বা যৌগিক বাক্য)
১. Simple Sentence (সরল বাক্য):
যে Sentence এ একটিমাত্র Subject এবং একটি Finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে Simple Sentence বলা হয়।
যেমন:
- I bought a pen.
- He ate a mango.
- We are playing.
উপরের তিনটি উদাহরনের মধ্যে ( I, He, We) হলো Subject এবং (bought, ate, playing) হলো Finite verb.
২. Complex Sentence (জটিল বাক্য):
যে Sentence একটি Principle Clausse এবং এক বা একাধিক Subordinate Clause দিয়ে গঠিত হয়, তখন তাকে Complex Sentence বলে।
যেমন:
- I know who came here.
- I know that he is honest.
- He is a man whom everybody respects.
উপরের তিনটি উদাহরনের মধ্যে ( I know, I know, He is a man) হলো Principal Clause এবং (who came here, that he is honest, whom everybody respects হলো Subordinate Clause.
৩. Compound Sentence (মিশ্র বা যৌগিক বাক্য):
যে Sentence এ একাধিক Principle Clause, Coordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Compound Sentence বলা হয়।
*** Coordinating Conjunction গুলি হলো: (And, But, Or, Yet, Therefore, So, Otherwise, Not only ….. but also)
যেমন:
- She is poor but happy.
- I am weak but you are strong.
- The boys sang and the girls danced.
আরো পড়ুন> Parts of speech কাকে বলে?