বিয়োজন কাকে বলে?

বিয়োজন কাকে বলে: যে ধনাত্নক সংখ্যা থেকে কোনো ছোট সংখ্যা বিয়োগ করা হয় তখন তাকে বিয়োজন বলে। অন্যভাবে, যে সংখ্যাকে বিয়োগ করা হয় , তাকে বিয়োজন বলে।

আবার, বিয়োগ করার সময় যে সংখ্যাটি বড় হয় তাকে বিয়োজন বলে।

বিয়োজন নির্ণনের সূত্রঃ

বিয়োজন = বিয়োজ্য+বিয়োগফল।

উদাহারন,
৫০-২০=৩০

এখানে,
বিয়োজন: ৫০

বিয়োজ্য: ২০

বিয়োগফল: ৩০

বিয়োজন কাকে বলে
বিয়োজন এর সংজ্ঞা

আরো পড়ুন> BDIBA

Leave a Comment