কোষ বিভাজন কাকে বলেঃ কোষ বিভাজন হচ্ছে একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । এভাবে বলা যায়, যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) বলে এবং যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃ কোষ (Mother cell).
সহজভাবে বললে, যে পদ্ধতিতে মাতৃ কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন (Cell Division) বলা হয়।
কোষ বিভাজন কত প্রকার ও কি কি?
কোষ বিভাজন ৩ প্রকার ।
১। মাইটোসিস।
২। মিয়োসিস।
৩। অ্যামাইটোসিস।
কোষ বিভাজন কে আবিষ্কার করেন?
কোষ বিভাজন আবিস্কার করেন ফ্লেমিং (Walter flemming)। ১৮৮২ সালে তিনি সামুদ্রিক সালামানডার (Triturus maculosa) কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন।
আরো পড়ুনঃ বৃত্ত কাকে বলে?