একক কাকে বলে? এককের প্রকারভেদ (Types of Unit)

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পারিশাপ করা হয় তাকে, পরিমাপের একক (unit) বলে। যেমনঃ সময়ের একক সেকেন্ডে (s), ভরের একক কিলোগ্রাম (kg), তাপমাত্রার একক কেলভিন (k) ইত্যাদি।

এককের প্রকারভেদ (Types of Unit)

একক তিন প্রকার। যথাঃ

১। মৌলিক একক।

২। যৌগিক একক বা লব্ধ একক।

৩। ব্যবহারিক একক।

একক কাকে বলে

মৌলিক একক কাকে বলে?

যে একক অন্য এককের উপর নির্ভরশীল নয় এবং একেবারেই স্বাধীন তাকে মৌলিক একক বলে।

যৌগিক একক বা লব্ধ একক কাকে বলে?

যে সকল একক একাধিক মৌলিক একক থেকে লাভ করা যায় বা পাওয়া যায় তাদেরকে যৌগিক একক বা লব্ধ একক বলে।

ব্যবহারিক একক কাকে বলে?

কোনো কোনো মৌলিক একক খুব বড় বা খুব ছোট হওয়ায় ব্যবহারিক কাজে তাদের উপগুনিতক বা গুনিতককে একক হিসেবে ব্যবহার করা হয়, একেই বলা হয় ব্যবহারিক একক।

একক প্রকাশের পদ্ধতি

১। CGS মেট্রিক পদ্ধতি

২। FPS বা ব্রিটিশ পদ্ধতি

৩। SI আন্তর্জাতিক পদ্ধতি

৪। MKS


আরো পড়ুন> bdiba.com

Leave a Comment

Discover Exclusive Offers