রেখাংশ কাকে বলেঃ যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে। বা প্রকৃতপক্ষে রেখা হল কতগুলো বিন্দুর সমষ্টি। রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ (Parts of line) বলে।
অন্যভাবে একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলা হয়।
রেখাংশের প্রকারভেদ
রেখাংশকে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা যায়। যথা,
- বদ্ধ রেখাংশ
- খোলা রেখাংশ
- অর্ধ-খোলা রেখাংশ
১. বদ্ধ রেখাংশ
যে রেখাংশ উভয় প্রান্তবিন্দুদ্বয়সহ রেখাংশের উপর সকল বিন্দুকে ধারণ করে থাকে তাকে বদ্ধ রেখাংশ বলা হয়।
২. খোলা রেখাংশ
যে রেখাংশ উভয় প্রান্তবিন্দুদ্বয় ব্যতীত রেখাংশের উপর সকল বিন্দুকে ধারণ করে থাকে তাকে খোলা রেখাংশ বলা হয়।
৩. অর্ধ-খোলা রেখাংশ
যে রেখাংশ প্রান্তবিন্দু দুইটির যে কোন একটিকে ধারণ করে থাকে তাকে অর্ধ-খোলা রেখাংশ বলা হয়।
রেখাংশের বৈশিষ্ট্য
১। রেখার যে কোনো অংশ কে রেখাংশ বলে, তাই বলা যায় রেখা থেকেই রেখাংশের উৎপত্তি।
২। রেখাংশের কোনো প্রস্থ নেই।
৩। রেখাংশের দৈর্ঘ্য আছে।
৪। রেখাংশ বৃুদ্ধি পায় না, হ্রাসও পায় না।
রেখাংশের ব্যবহার জ্যামিতিতে ব্যাপক। সম্পাদ্যে রেখাংশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন> আয়ত কাকে বলে?