ভাষা কাকে বলে?

ভাষা কি?

ভাষা কাকে বলেঃ প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ । শুধু মেধা, বুদ্ধি, জ্ঞানের জন্যই নয়, মানুষের শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম মাধ্যম হলো ভাষা। আমরা আমাদের মনের কথা অন্যের কাছে প্রকাশ করতে চাই । এই ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা ।

ভাষা কাকে বলেঃ

 যে ধ্বনি মানুষের বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এবং যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকে ভাষা বলে ।

আরো সহজভাবে, মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কন্ঠনিঃসৃত বা মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে বলা হয় ভাষা।

১.ভাব প্রকাশের মাধ্যম হল ভাষা 

২.মানুষ নিজের জন্যে অন্যের জন্যে ভাষা ব্যবহার করতে থাকলো 

*এক কথায় আমরা বলবো ভাষা হল ভাব প্রকাশের মাধ্যম*

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, “মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নাম ভাষা”।

ভাষা প্রধান রুপ কয়টিঃ

ভাষার প্রধান রুপ দুটি হলো- ১। মৌখিক (Colloquial) ২। লেখার বা সাহিত্যের (Literary)।

লেখার বা সাহিত্যের ভাষারও দুটি ভাগ- ১। চলিত  ‍(Standard Colloquial) ২। সাধু (Standard Literary)।

ভাষা কাকে বলে?

আরো পড়ুনঃ ব্যবস্থাপনা কাকে বলে?

Leave a Comment