অংক কাকে বলে?

অংক কাকে বলেঃ সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে। যেমন : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।

অংক কি

সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত একক প্রতীককে অংক বলে। যেমন চার এবং আট সংখ্যা দুইটিকে প্রকাশের জন্য যথাক্রমে ৪ এবং ৮ প্রতীক দুইটি ব্যবহার করা হয়। দশমিক পদ্ধতিতে ব্যবহৃত অংকগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯। তাই দশমিক পদ্ধতিতে মোট অংকের সংখ্যা ১০টি। তবে সংখ্যা প্রকাশ করার জন্য এই প্রতীক এককভাবেও ববহৃত হতে পারে এবং কতকগুলো প্রতীক একত্রিত হয়েও ব্যবহৃত হতে পারে।

অংক কত প্রকার ও কি কি?

অংক দুই প্রকার৷ যথাঃ

১৷ স্বার্থক অংক (১,২,৩,৪,৫,৬,৭,৮,৯)

২৷ সহকারি অংক(০)

অংক কাকে বলে
অংক কাকে বলে

আরো পড়ুনঃ উপাত্ত কাকে বলে?

Leave a Comment