নদী কাকে বলে? আদর্শ নদীর উদাহরণ

নদী কাকে বলে: যে জলশ্রোত কোনো হৃদ, পর্বত, প্রস্রবণ ইত্যাদি জলাধার হতে উৎপন্ন হয় এবং বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয়, তাকে নদী বলে। যেমনঃ পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি।

নদী কি? উদাহরণ দাও?

যে নদীর গতিপথে ক্ষয়কার্য্ প্রধান পার্বত্য প্রবাহ বা উচ্চগতি, বহনকার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয়কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকে আদর্শ নদী বলে। উদাহরণঃ ভারতের প্রধান নদী গঙ্গা নদী। এই নদীর গতিপথে উপরোক্ত তিনটি অবস্থাই বিদ্যমান তাই তাকে একটি আদর্শ নদী বলা হয়।

নদী কাকে বলে?

আরো পড়ুন> bdiba.com

Leave a Comment