স্থানীয় মান কাকে বলে?

স্থানীয় মান কাকে বলে: কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলে। যেমন: ৩৫৮ সংখ্যাটিতে ৮ এর স্থানীয় মান ৮ একক বা ৮, ৫ এর স্থানীয় মান ৫ দশক বা ৫×১০= ৫০, ৩ এর স্থানীয় মান ৩ শতক বা ৩×১০০= ৩০০।

স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি?

১৩০০৪৫০৭৮ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় কর?

সমাধান:

৮ এর স্থানীয় মান ৮ একক বা ৮

৭ এর স্থানীয় মান ৭ দশক বা ৭×১০=৭০

স্থানীয় মান কাকে বলে
স্থানীয় মান কাকে বলে

৫ এর স্থানীয় মান ৫ হাজার বা ৫×১,০০০= ৫,০০০

৪ এর স্থানীয় মান ৪ অযুত বা ৪× ১০,০০০= ৪০,০০০

৩ এর স্থানীয় মান ৩ কোটি বা ৩×১০০০০০০০= ৩০০০০০০০১ এর স্থানীয় মান ১০ কোটি বা ১০×১০০০০০০০০= ১০,০০০০০০০

উত্তর: দশ কোটি, তিন কোটি, চল্লিশ হাজার, পাঁচ হাজার, সত্তর, আট।

আরো পড়ুনঃযোগ কাকে বলে?

Leave a Comment