হিসাব বিজ্ঞান কাকে বলে?

হিসাব বিজ্ঞান কাকে বলে: হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী ( খরচ পরিশোধ, আয় আদায়, পন্য ক্রয় ও বিক্রয়, সম্পদ ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদার পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে পিলিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়।

যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমুহ শনাক্তকরন,লিপিবদ্ধকরন,শ্রেণীবদ্ধকরন সংক্ষিপ্তকরন,আর্থিক বিবরনী প্রস্তুতকরন,বিশ্লেষণ ও পর্যালোচনা করে ব্যবসায়ের সঠিক আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষসমুহের নিকট তুলে ধরা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে ।

American Institute of Certified Public Accountants(AICPA)– এর মতে, “আর্থিক বৈশিষ্ট্যসম্পন্ন লেনদেন ও ঘটনা সমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরন, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে।”

হিসাব বিজ্ঞান কাকে বলে
হিসাব বিজ্ঞান কাকে বলে

American Accounting Association (AAA) এর মতে, ‍‌‌‌”যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয়, পরিমান ও সর্বরাহ করে, উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাববিজ্ঞান বলে।”

আরো পড়ুনঃ ব্যবস্থাপনা কাকে বলে?

Leave a Comment