স্বাভাবিক সংখ্যা কাকে বলে: শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে । অন্যভাবে বলতে গেলে, সকল গণনার যোগ্য এমন সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1,2,3,4…N
অনেকে বলেন, যেসব পূর্ণসংখ্যা গণনার কাজে বা ক্রম নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়।
যেমনঃ ১, ২, ৩, ৪, ৫, . . . . ইত্যাদি সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করে থাকি। যেমন; ৩টি আম, ২টি কলম ইত্যাদি ।
আবার ক্রম নির্দেশক সংখ্যা হিসেবে ১ম, ২য়, ৩য়, . . . . . . ইত্যাদি ব্যবহার করি। উদাহরণস্বরুপ, মেয়েটি ১ম স্থান অধিকার করেছে।
সুতরাং স্বাভাবিক সংখ্যাগুলো হল ১, ২, ৩, ৪, ৫, ৬, . . . . ইত্যাদি।
স্বাভাবিক সংখ্যার উৎপত্তি
প্রাচীনকালে গণনা কার্য এবং হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয় যেমন ৭ টি কমলা কোন প্রতিযোগিতায় ১ম ২য় স্থান এরকম হিসাব নিকাশের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়।
তবে সাধারনত স্বাভাবিক সংখ্যা কে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. জোড় সংখ্যা এবং
২. বিজোড় সংখ্যা
স্বাভাবিক সংখ্যার সেট
স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম মান 1 এবং এর সেট কে N দ্বারা প্রকাশ করা হয়।
স্বাভাবিক সংখ্যার সেট অসীম। স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়।
স্বাভাবিক সংখ্যার সেট:
N = {1, 2, 3, 4, . . . . .}