ভাজক কাকে বলে: যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে।
অর্থাৎ ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা অন্য কোন সংখ্যাকে ভাগ করা হয়ে থাকে তাকে ভাজক বলে। ভাজক মূলত কোন সংখ্যাকে কতভাগে ভাগ করা যাবে সেটা নির্ণয়ে সহায়তা করে।
যেমন ধরুন, ১০ কে আমরা যদি ২ দ্বারা ভাগ করি তবে ভাগফল দাঁড়ায় ৫ অর্থাৎ এখানে ১০ হচ্ছে ভাজ্য, ৫ হচ্ছে ভাগফল আর ২ হচ্ছে ভাজক আর ভাগশেষ থাকে ০ তাই এটি নিঃশেষে বিভাজ্য। উপরের চিত্রে আমরা কিভাবে ভাগ করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং কোন অংশকে কি বলা হয় সেটা দেখতে পাই।
ভাজক নির্ণয় করার সূত্র
নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র: ভাজক = ভাজ্য / ভাগফল নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র: ভাজক = (ভাজ্য – ভাগশেষ) / ভাগফল।
আরো পড়ুনঃ অংক কাকে বলে?