মৌলিক সংখ্যা কাকে বলেঃ ১ থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা দ্বারা ব্যতিত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭ ইত্যাদি।
অন্যভাবে, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে তাকে মৌলিক সংখ্যা বলে।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫ টি।
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ২, ৩, ৫, ৭।
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১১, ১৩, ১৭, ১৯।
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ২৩, ২৯।
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৩১, ৩৭।
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ৪১, ৪৩, ৪৭।
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৫৩, ৫৯।
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৬১, ৬৭।
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ৭১, ৭৩, ৭৯।
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৮৩, ৮৯।
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ৯৭।
*** সহজে মনে রাখার কৌশল হলো: ৪৪২২৩২২৩২১***
১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি:
১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২১ টি
- ১০১ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১০১, ১০৩, ১০৭, ১০৯।
- ১১১ থেকে ১২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১১৩।
- ১২১ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১২৭।
- ১৩১ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ১৩১, ১৩৭, ১৩৯।
- ১৪১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১৪৯।
- ১৫১ থেকে ১৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৫১, ১৫৭।
- ১৬১ থেকে ১৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৬৩, ১৬৭।
- ১৭১ থেকে ১৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৭৩, ১৭৯।
- ১৮১ থেকে ১৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১৮১।
- ১৯১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯।
*** সহজে মনে রাখার কৌশল হলো: ৪১১৩১২২২১৪***
- ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা এর যোগফল = ১০৬০
- ১-১০০ পর্যন্ত সংখ্যার যোগফল = ১০৬০
আরো পড়ুনঃ শোষণ কাকে বলে?