মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ কয়টি ?

মৌলিক পদার্থ কাকে বলে: যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমনঃ যেমন– হাইড্রোজেন (H), অক্সিজেন (O), কার্বন (C), আয়রণ (Fe), কপার(Cu) ইত্যাদি। এই সকল পদার্থ কে ভাংলে আর নতুন কোন পদার্থ পাওয়া যাবে না।

মৌলিক পদার্থ কি ও কয়টি ?

যে সব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাংলে ওই পদার্থ ব্যতিত অন্য কোন পদার্থ পাওয়া যায় না, সে সব পদার্থকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়।

এখন পর্যন্ত মোট ১১৮টি মৌল বা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ৯৪টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকী ২৪টি কৃত্রিম উপায়ে তৈরী করা হয়েছে।

মৌলিক পদার্থ কাকে বলে
মৌলিক পদার্থের সংজ্ঞা

সাধারণত, প্রতিটি মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ একই মৌলের প্রতিটি পরমাণুতে সমান সংখ্যক প্রোটন থাকে । তাই, খুব সহজেই প্রোটন সংখ্যা দ্বারা কোন মৌল চেনা যায়।

যে মৌল বা মৌলিক পদার্থগুলো প্রকৃতিতে পাওয়া যায় তার মধ্যে ৩২ টি মুক্তভাবে অর্থাৎ মৌলিক খনিজরূপে প্রকৃতিতে বিদ্যমান থাকে। যেমন, সোনা, রূপা, তামা, কার্বন, গন্ধক ইত্যাদি। বাকী মৌলগুলো বিভিন্ন যৌগ গঠন করে অর্থাৎ যৌগিক খনিজ রূপে প্রকৃতিতে বিদ্যমান।


আরো পড়ুন>bdiba.com

Leave a Comment