মার্কেটিং কাকে বলে? What is Marketing?

মার্কেটিং কাকে বলে: মার্কেটিং শব্দের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে পন্য বাজারজাত করন। ”মুনাফার লক্ষ্যে নির্দিষ্ট বাজারের চাহিদা পূরণের জন্য বিজ্ঞান, শিল্পকলা এবং আবিষ্কারের মাধ্যমে পণ্য প্রদান করাকেই মার্কেটিং বলে।” –ফিলিপ কোটলার

অন্যভাবে বললে,

কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কোন এবং লক্ষ্যসমূহ অর্জন করে এমন বিনিময় সৃষ্টির জন্য পরিকল্পনা, মূল্যায়ন, প্রচার-প্রসার, পণ্য এবং সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকে মার্কেটিং (Marketing) বা বাজারজাতকরণ বলে।

মার্কেটিং এর জনক কে?

বিশ্বে যিনি এককভাবে মার্কেটিং এর জনক হিসাবে পরিচিতি লাভ করেছে তিনি আমেরিকার শিকাগো শহরের ফিলিপ কোটলার (Philip Kotler).

মার্কেটিং কত প্রকার?

পৃথিবীতে বিভিন্নধরনের মার্কেটিং রয়েছে তবে এর। মধ্যে এই অন্যতম 

১. গতানুগতিক মার্কেটিং (Traditional Marketing) 

২. ডিজিটেল মার্কেটিং (Digital Marketing)

আরো পড়ুনঃ উদ্ভিদ কাকে বলে?

Leave a Comment