ভগ্নাংশ কাকে বলেঃ ভগ্নাংশের ইংরেজী প্রতিশব্দ হচ্ছে Fraction। কোনো বস্তুকে সমান দুই বা ততোধিক ভাগে ভাগ করলে যে খন্ডাংশ পাওয়া যায় তাকে সমস্ত বস্তুর ভগ্নাংশ বলে।
অন্যভাবে, দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে।
উদাহরন: ধরি, a ও b দুটি পূর্ণ সংখ্যা। তাহলে, a/b কে বলা হয় ভগ্নাংশ।
ভগ্নাংশ কত প্রকার
ভগ্নাংশ সাধারণত দুই প্রকার
১। সাধারণ ভগ্নাংশ
২। দশমিক ভগ্নাংশ
প্রকৃতি/গঠন অনুসারে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার
১। প্রকৃত
২। অপ্রকৃত
৩। মিশ্র
প্রকৃত ভগ্নাংশ
যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ।
যেমন:- ৪/৫ এবং ২/৩
অর্থাৎ, হর > লব
অপ্রকৃত ভগ্নাংশ
যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
যেমন:- ৫/২ এবং ৭/৩
অর্থাৎ, হর < লব
মিশ্র ভগ্নাংশ
পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
বি.দ্র:- সকল মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ।
আরো পড়ুনঃ নক্ষত্র পতন কাকে বলে?