বায়ু দূষণ কাকে বলেঃ বায়ুমণ্ডলের মধ্যে যখন দূষিত ধোঁয়া, রাসায়নিক পদার্থ, ধূলিকণা গ্যাস, গন্ধ, বাষ্প প্রভৃতি অনিষ্টকর উপাদানের সমাবেশ ঘটে এবং যার ফলে মানুষ , জীবজন্তু ও উদ্ভিদ জগতের ক্ষতি সাধিত হয় , তখন তাকে বায়ু দূষণ বলে ।
বায়ু দূষণের কারণ
বায়ু দূষণ দু – ভাবে হয়— ( ১ ) প্রাকৃতিক কারণে এবং ( ২ ) অপ্রাকৃতিক কারণে অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপে ।
প্রাকৃতিক কারণে বায়ুদূষণ :
বিভিন্ন প্রাকৃতিক কারণে বায়ু দূষণ ঘটে , যেমন—
( i ) অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে নির্গত বিভিন্ন ধরনের দূষিত গ্যাস , ছাই ইত্যাদি।
( ii ) জলাভূমি থেকে নির্গত মিথেন গ্যাস
( iii ) মরু অঞ্চল থেকে বাতাসে মিশে যাওয়া বিপুল পরিমাণে ধূলিকণা,
( iv ) সামুদ্রিক জলভাগ থেকে বাতাসে মেশা বিপুল পরিমাণে লবণকণা,
( v ) অরণ্যের দাবানল প্রভৃতি বায়ুদূষণের কারণ ।
বায়ু দূষণের অপ্রাকৃতিক কারণ :
( i ) কলকারখানা
( ii ) খনিজ তেল শােধনাগার
( iii ) যানবাহন
( iv ) তাপবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি থেকে নির্গত বিপুল পরিমাণে দূষিত গ্যাস , ছাই , ধোঁয়া প্রভৃতি
( v ) পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি।
আরো পড়ুনঃ সাইটোপ্লাজম কাকে বলে?