বর্গ কাকে বলেঃ চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে। বর্গ একটি সুষম ও সমকোনী চতুর্ভুজ।
অন্যভাবেও বলা যায়, আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু পরস্পর সমান হলে তাকে বর্গ বলে।
বর্গক্ষেত্র একটি সমবাহু চতুর্ভুজ; কারণ এর চারটি বাহু পরস্পর সমান।
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য
১। বর্গক্ষেত্রের সকল বাহু সমান হয়।
২। বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোন সমকোন হবে অর্থাৎ প্রত্যের কোনের পরিমান ৯০ ডিগ্রি হবে।
৩। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হবে।৪। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোনে সমদ্বিখন্ডিত করে।
আরো পড়ুনঃ কোষ বিভাজন কাকে বলে?