জলবায়ু কাকে বলে?

জলবায়ু কাকে বলে : ’’কোন স্থানের ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলা হয়।‘’

বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

কোনো অঞ্চলের বায়ুর তাপমাত্রা, বায়ুরচাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তুষারপাত, বৃষ্টিপাত, বায়ুপুঞ্জ, ঝড়, মেঘাচ্ছন্নতা ইত্যাদির দীর্ঘদিনের সামগ্রিক রুপকে ঐ স্থানের জলবায়ু বলা হয়। মূলকথা হচ্ছে, কোনো স্থানের ৩০ বছরের দৈনন্দিন আবহাওয়া পর্যবেক্ষনের মাধ্যমে সে স্থানের জলবায়ু নির্ধারণ করা হয় বা এ সম্পর্কে ধারণা করা যায়। 

জলবায়ু কাকে বলে
জলবায়ুর সংজ্ঞা

জলবায়ুর উপাদানসমূহ:

কতগুলো উপাদানের উপর ভিত্তি করে কোনো স্থানের জলবায়ু গড়ে উঠে। যেমন:

১। তাপমাত্রা

২। বায়ু প্রবাহ

৩। বায়ুর চাপ

৪। বায়ুর আর্দ্রতা বা শুষ্কতা

৫। বৃষ্টিপাত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর চারটি প্রভাব:

ক. ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গিয়ে অসহনীয় গরম পড়ছে।

খ. মেরু অঞ্চলের বরফ গলে ভূ-পৃষ্ঠের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে।

গ. বন্যা ও জলাবদ্ধতা বেড়ে গিয়ে মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে।

ঘ.গাছপালা ও বন্য প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।

ঙ. এ পরিবর্তনের ফলে বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। 


আরো পড়ুন> BDIBA.COM

Leave a Comment