কোন কাকে বলেঃ দুইটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। অন্যভাবে বললে, দুইটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোণ বলা হয়।
কোণ কত প্রকার কি কি
দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। কোণের নির্দিষ্ট প্রকারভেদ করা একটু কঠিন। তবে আকার-আকৃতি, গঠন ও পরিমাপের ভিত্তিতে কোণের একটি তালিকা নিচে দেওয়া হলোঃ
- শুণ্য কোণ
- সূক্ষ্মকোণ
- সমকোণ
- স্থূলকোণ
- সরলকোণ
- প্রবৃদ্ধ কোণ
- পূর্ণ কোণ
- তির্যক কোণ
- বিপ্রতীপ কোণ
- সন্নিহিত কোণ
- পূরক কোণ
- সম্পূরক কোণ
- পরিপূরক কোণ
- অনুরূপ কোণ
- একান্তর কোণ
আরো পড়ুনঃ মৌলিক সংখ্যা কাকে বলে?