ঐকিক নিয়ম কাকে বলে: ঐকিক শব্দটি এসেছে একক শব্দ থেকে আর একক বলতে বুঝায় এক।
প্রথমে একটির দাম বা একজনে করতে পারে সেটি বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
অন্যভাবে, কতগুলো জিনিসের দাম, ওজন পরিমান ইত্যাদি থেকে, প্রথমে একটির দাম, ওজন অথবা পরিমান বের করে তা থেকে নির্দিষ্ট সংখ্যাক একই জাতীয় জিনিসের মূল্য, ওজন, পরিমান নির্ণয় করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
ঐকিক নিয়মের অংক করার সহজ নিয়ম
উদাহরণ-
১২ টি ডিমের দাম ৯০ টাকা হলে। ২০ ডিমের দাম কত টাকা?
সমাধান:
১২ টি ডিমের দাম ৯০ টাকা
১ “ “ ৯০/১২”
২০ “ “ ৯০*২০/১২
এখানে, গুণ এবং ভাগ করার পর হয় ১৫০ টাকা
সুতরাং ২০ টি ডিমের দাম হবে ১৫০ টাকা।
আরো পড়ুনঃ অংক কাকে বলে?