ইসলাম কাকে বলে?

ইসলাম কাকে বলে: আল্লাহ রাব্বুল আলমিনের মনোনীত একমাত্র দীন হলো ইসলাম। এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তজার্তিক জীবনের প্রয়োজনীয় সকল বিধানই রয়েছে ইসলামে । আর যিনি ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেন, তিনি মুসলিম বা মুসলমান। চলুন ইসলাম সম্পর্কে ভালোভাবে জেনে নেই। 

ইসলাম একটি আরবী শব্দ। শব্দটির অভিধানিক অর্থ অনুগত হওয়া, আনুগত্য করা, প্রকাশ্য আনুগত্য,  আত্মসমর্পন করা, শান্তির পথে চলা ও মুসলমান হওয়া।

ইসলাম এর পারিভাষিক সঙ্গা –

ইমাম আবু হানীফা (রহ.) এর মতে, “আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশসমূহ মেনে চলাই হলো ইসলাম।”

রাসূল (সাঃ) বলেছেন, “ইসলাম হলো আল্লহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেওয়া, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা পালন করা এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহ শরীফে হজ্জ আদায় করা।”

ইসলামের পারিভাষিক সংজ্ঞা হলো- আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তার নিকট পূর্ণ আত্মসমর্পন করা। বিনা দ্বিধায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন যাপন করার নামই হলো ইসলাম।

আহমাদুর রহমান বলেছেন, “Islam is a complete surrender to Allah will and guidance.”

ইসলামের ভিত্তি / রুকন

ইসলামের ভিত্তি বা রুকন ৫ টি। যথা,

  • কালেমা / সাক্ষ্য দেওয়া
  • নামাজ
  • রোজা
  • হজ্জ ও
  • যাকাত

এ সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন, “ইসলামের ভিত্তি ৫ টি। ১.  এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোন মাবূদ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। ২. নামাজ প্রতিষ্ঠা করা, ৩. যাকাত প্রদান করা, ৪. হজ্জ করা এবং ৫. রমজান মাসে রোজা রাখা।”

আরো পড়ুনঃ ব্যাপন কাকে বলে?

Leave a Comment