আয়ত কাকে বলে: চতুর্ভুজের সবগুলো কোন সককোন বা ৯০০ হলে তাকে আয়ত বলে। আবার, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি প্রতিটি কোণ সমকোণ বা ৯০০ হলে তাকে আয়ত বলে। আয়তের সংজ্ঞা থেকে দেখা যাচ্ছে যে, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বিধায়, আয়ত একটি সামন্তরিক। কারণ সামান্তরিকেরও দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল।
আয়ত এর বৈশিষ্ট্যঃ
আয়ত কে বিশ্লেষণ করলে কতকগুলো আয়ত এর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আয়তের তিনটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো।
১. আয়তক্ষেত্রের চারটি কোণের যোগফল চার সমকোন বা ৩৬০°
২. আয়তক্ষেত্রের কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
৩. আয়তক্ষেত্রের বিপরীত কোণদ্বয়ের পরিমাপ পরস্পর সমান।
আরো পড়ুন> পরিসংখ্যান কাকে বলে?